সাকিবকে নিয়ে ইতিবাচক বার্তা দিলেন বিসিবি পরিচালক

সময়: 2:21 pm - July 12, 2025 |

মানব কথা: দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের দলে ফেরার সম্ভাবনা নিয়ে আশাব্যঞ্জক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। চলমান গ্লোবাল সুপার লিগে আলো ছড়ানো সাকিবকে ঘিরে প্রশ্ন উঠেছে—তিনি দেশের বাইরের সিরিজগুলোতেও কেন অনুপস্থিত? এই প্রেক্ষাপটে বোর্ডের পক্ষ থেকে এসেছে ইতিবাচক সাড়া।

রাজনৈতিক কারণে দেশে না ফিরলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে সাকিবের অনুপস্থিতি অনেকের কাছে বোধগম্য নয়। বিশেষ করে দলের বর্তমান হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে, যেখানে শ্রীলঙ্কা সফরে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরা ব্যর্থ হচ্ছেন, সেখানে অভিজ্ঞ ও ফর্মে থাকা সাকিবকে দলে ফেরানো সময়ের দাবি বলে মনে করছেন অনেকে।

বিসিবি পরিচালক মিঠু বলেন, “বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার জন্য দরজা সবসময় খোলা। সিদ্ধান্তটা এখন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর। বর্তমান সভাপতি দায়িত্ব দিয়েছেন তাদের ওপর, এবং তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।”

তিনি আরও জানান, সাকিবের সঙ্গে বোর্ডের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তার সাম্প্রতিক পারফরম্যান্সকে বিবেচনায় রেখে ভবিষ্যতের দল গঠনে তাকে রাখা হতে পারে। মিঠু বলেন, “সাকিবকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা করা সম্ভব নয়। এখন ক্রিকেট অপারেশন্স ও নির্বাচকেরা কী সিদ্ধান্ত নেয়, সেটার ওপরই সব নির্ভর করছে।”

সাকিব ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে আশার খবর, কারণ গ্লোবাল সুপার লিগে সাকিব নিজের পুরনো রূপে ফিরেছেন এবং ফের জাতীয় দলে অবদান রাখার জন্য তৈরি বলেই মনে করছেন অনেক বিশ্লেষক।

Share Now

এই বিভাগের আরও খবর