২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১

সময়: 2:25 pm - July 12, 2025 |

মানব কথা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
দেশে গণতন্ত্র নেই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে : মির্জা ফখরুল

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সর্বাধিক ১২৮ জন রোগী বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকায় ভর্তি হয়েছেন ৮৩ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, চট্টগ্রামে ৪১ জন, ঢাকার বাইরের বিভাগে ৩৯ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুরে ২ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৬ জন নারী। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৪৬০ জন রোগী।

Share Now

এই বিভাগের আরও খবর