ঘুষের টাকায় সম্পদের পাহাড়: কাস্টমসের সহকারী কমিশনার নাঈম মিরনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সময়: 11:14 am - July 14, 2025 |

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার নাঈম মিরনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে।

বর্তমানে তিনি রপ্তানি শাখায় দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, FedEx, DHL, UPS–এর মতো আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো থেকে মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা করে ঘুষের পুল গঠন করেন, যার বিনিময়ে তারা অতিরিক্ত সুবিধা পাচ্ছে। এতে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি হচ্ছে।

বিশেষ করে, রপ্তানি পণ্যের রেজিস্টার সংক্রান্ত তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় না। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে পুরো রপ্তানি কার্যক্রম চলে সহকারী কমিশনার নাঈম মিরনের একক সিদ্ধান্তে।

অভিযোগ রয়েছে, রপ্তানি ইউনিটে ‘জাহাঙ্গীর-হানিফ সিন্ডিকেট’ নামে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা একচেটিয়া সুবিধা নিচ্ছে। অন্য ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন এবং রপ্তানিতে অংশগ্রহণ করতে পারছেন না।

বিশ্বস্ত সূত্রের দাবি, এসব অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নাঈম মিরন। সেই টাকায় ঢাকার উত্তরায় ছয়তলা একটি বাড়ি ও খুলনার দৌলতপুরে চারতলা একটি আলিশান ভবন নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর