সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া

মানব কথা: আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায় এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করেন এবং পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এর প্রতিক্রিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চড়াও হয়ে শিক্ষার্থীদের সচিবালয় এলাকা থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন এবং “ভুয়া ভুয়া”, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে” ইত্যাদি স্লোগান দেন। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন।
ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, “মাইলস্টোন কলেজে এত বড় দুর্ঘটনার পরও আজকের পরীক্ষা বাতিল করা হয়নি। সকালে প্রস্তুতি নিয়ে বের হই, পথে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না।”
আন্দোলনকারী আরও কয়েকজন শিক্ষার্থী জানান, ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে তারা মিছিল করে সচিবালয়ের সামনে আসেন। কেউ এসেছেন এসএসসিতে অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতে, কেউ এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে।
গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, সচিবালয়ে প্রবেশ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সচিবালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।