বিমান দুর্ঘটনা: ঢাকায় আসছে বিশেষজ্ঞ ডাক্তার ও সরঞ্জাম

সময়: 1:51 pm - July 22, 2025 |

মানব কাথা: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যেসব আহত ব্যক্তি চিকিৎসাধীন, তাঁদের সহায়তা করতে ভারত থেকে একটি মেডিকেল দল ঢাকায় আসছে। এই দলে থাকছেন বার্ন ইউনিট বিশেষজ্ঞ দুইজন চিকিৎসক, নার্সদের একটি দল এবং দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় অত্যাধুনিক সরঞ্জাম।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) রাতেই চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানি: ভারতের প্রধানমন্ত্রীর শোক ও সহায়তার বার্তা

দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে ভারতের প্রস্তুতির কথা জানান। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে শোক জানিয়ে বলেন, ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং যে কোনো ধরনের সমর্থন দিতে প্রস্তুত।’

এরপর থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন ও দিল্লির মধ্যে টানা সমন্বয়ের মাধ্যমে এই সহায়তা কার্যকর করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, অধিকাংশ আহতের দেহ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় বার্ন বিশেষজ্ঞ, বিশেষ মেডিকেল ইকুইপমেন্ট ও ওষুধ সবচেয়ে জরুরি। সেই অনুরোধের ভিত্তিতে ভারত দ্রুত ব্যবস্থা নেয়।

দিল্লির কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, প্রয়োজনে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর প্রস্তুতিও চলছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হলেও এই সংকটের মুহূর্তে উভয় দেশের মানবিক ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

সূত্র: বিবিসি নিউজ

Share Now

এই বিভাগের আরও খবর