শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন
সময়: 1:24 pm - July 22, 2025 |

মানব কথা: রাজধানীর মিরপুরে শেওড়াপাড়ার মেট্রো স্টেশনের পাশে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটিতে ফ্যামিলি বাসা এবং মার্কেট উভয় রয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ করে ভবনটিতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।