ইরানে সুন্নি চরমপন্থী গোষ্ঠীর হামলা, নিহত ৫

সময়: 11:52 am - July 26, 2025 |

মানব কথা: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি চরমপন্থী গোষ্ঠী জায়েশ আল-আদল এর সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে এক মা ও তার সন্তানও রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

শনিবার স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারী নিহত হয়।
মালয়েশিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত রেসার অভিক আনোয়ার

সন্ত্রাসীরা আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছুড়ে এবং গুলিবর্ষণ শুরু করে। হামলার দায় নিজেদের টেলিগ্রাম চ্যানেলে স্বীকার করেছে জায়েশ আল-আদল। তারা বেসামরিক নাগরিকদের সংঘর্ষস্থল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বালুচ মানবাধিকার গোষ্ঠী হালভস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীরা আচমকা বিচারকদের কক্ষে ঢুকে পড়ে এবং বিচার বিভাগের একাধিক কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বসবাস, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলা ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ জানিয়ে আসছে। অঞ্চলটিতে প্রায়শই বিচ্ছিন্নতাবাদী ও সুন্নি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে।

ইরান সরকার অভিযোগ করেছে, এসব গোষ্ঠীর সঙ্গে বিদেশি শক্তিগুলোর সংযোগ রয়েছে এবং তারা সীমান্তে চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

Share Now

এই বিভাগের আরও খবর