সংবিধানে পরিবর্তন না এলে আগের নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি

মানব কথা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধানে পরিবর্তন না এলে আগের নিয়ম অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচন কবে হবে, মনোনয়নপত্র জমার তারিখসহ সব তথ্য জানানো হবে।
শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “আমরা বহুমাত্রিক ও প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে কমিশন মনে করছে। এটি আধুনিক যুগের একটি আধুনিক হুমকি। পাশাপাশি, ভোটারদের আস্থা ফিরিয়ে আনা ও কেন্দ্রমুখী করা একটি বড় দায়িত্ব।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জাতির কাছে আমরা দায়বদ্ধ। সবার সহযোগিতা প্রয়োজন।”
নির্বাচনের তারিখ কবে জানতে চাইলে সিইসি বলেন, “তফসিল ঘোষণার পরই নির্ধারিত তারিখ জানা যাবে। তার আগে বলা সম্ভব নয়।”
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “কমিশনের পক্ষ থেকে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলিনি। প্রধান উপদেষ্টা শুধু প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন।”
তিনি আরও বলেন, “আমরা কোনো দলীয় সরকারের অধীনে নই। একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজ করছি। ফলে আমাদের ওপর দলীয় কোনো চাপ নেই। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বেনজির আহমেদ ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন।