ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও দুই জনের মৃত্যু

মানব কথা: দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট ৭৮ জনের মৃত্যু হলো এবং ১৯ হাজার ৯২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া দুজনের মধ্যে একজন বরিশাল বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত বুলেটিনে জানানো হয়, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে জুলাই মাসে—৩৬ জন। এছাড়া জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।
চলতি বছরের জুলাই মাসেই সবচেয়ে বেশি ৯,৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জুনে ৫,৯৫১ জন, জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিল মাসে ৭০১ জন এবং মে মাসে ১,৭৭৩ জন রোগী ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৮ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮২ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১,২৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৩৪৮ জন ঢাকার এবং ৯১০ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি।
২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এ সংখ্যা অনুযায়ী ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যুর হার ছিল দ্বিতীয় সর্বোচ্চ এবং আক্রান্ত রোগীর দিক দিয়ে তৃতীয় সর্বোচ্চ।