আজ নায়ক রাজ রাজ্জাকের প্রয়াণ দিবসে

সময়: 12:24 pm - August 21, 2025 |

মানব কথা: আজ বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাকের চলে যাবার দিন। ২০১৭ সালের এই দিনে তিনি পৃথিবী ছেড়ে পরপারে চলে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর তিন ছেলের মধ্যে দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অন্য ছেলে বাপ্পী স্থায়ীভাবে দেশের বাইরে থাকেন। বাবার মৃত্যুর পর বিএফডিসিতে নায়ক রাজ পরিবারের যাওয়া–আসা কমে গেছে। সাধারণত খুব জরুরি প্রয়োজন না হলে বাপ্পারাজ কিংবা সম্রাটও বিএফডিসিতে যান না।

নায়ক রাজের মৃত্যুবার্ষিকীকে ঘিরে বিএফডিসিতে কোনো সমিতির উদ্যোগে বিশেষ আয়োজন নেই। তবে গণমাধ্যমগুলো নানা অনুষ্ঠান ও প্রতিবেদন প্রকাশ করেছে। বিশেষ করে বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠানমালা প্রচার করছে।

বাংলাদেশি সিনেমায় তাঁর যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পরে জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি নিজের অবস্থান তৈরি করেন। এরপর টানা কয়েক দশক তিনি প্রধান নায়ক হিসেবে অভিনয় করেছেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘কাগজের নৌকা’, ‘রংবাজ’, ‘আমার জন্মভূমি’, ‘স্বরলিপি’, ‘আলোর মিছিল’, ‘জীবন থেকে নেয়া’, ‘ওরা ১১ জন’, ‘অবুঝ মন’, ‘অনন্ত প্রেম’, ‘ছুটির ঘণ্টা’, ‘রজনিগন্ধা’, ‘বড় ভালো লোক ছিলো’, ‘তওবা’, ‘চাপা ডাঙ্গার বউ’, ‘সন্ধি’।

নায়ক রাজের ছোট ছেলে সম্রাট বলেন, “সত্যি বলতে কী দিন যত যাচ্ছে জন্মদিন বা প্রয়াণ দিবস নিয়ে উচ্ছ্বাস কমে যাচ্ছে। তবে আব্বুর জন্য সবসময়ই দোয়া করি। আজকেও পরিবারের সবাই মিলে নিজের মতো করে দিনটি পালন করব। আমি সবসময় আব্বুর কবরের কাছে যাই, আজকেও যাবো। আল্লাহ যেন আমার আব্বুকে বেহেশত নসিব করেন। আব্বু কাউকে কষ্ট দিয়ে থাকলে আল্লাহ যেন ক্ষমা করে দেন। সবার কাছে শুধু দোয়া চাই।”

নায়ক রাজ বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পদক পেয়েছেন। তিনি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। ৭৫তম জন্মদিনে তাঁকে নিয়ে নির্মিত হয়েছিলো ‘নায়ক রাজ’ শিরোনামের একটি গান।

Share Now

এই বিভাগের আরও খবর