বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফায় রাষ্ট্র কাঠামো সংস্কারের রুপরেখা আছে

আনিছ আহম্মদ হানিফ:স্বেচ্ছায় সেবী জনতা-গড়ে তোলো একতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশ, বৃক্ষরোপণ ও চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন কার্যক্রমের মাধ্যমে শেষ হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে র্যালী পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব এস.আর শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম রবিন বলেন, আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার ঘোষণা করেছেন। সেই ৩১ দফায় রাষ্ট্র কাঠামো সংস্কারে সকল রুপরেখা দেওয়া আছে। এই রাষ্ট্র সংস্কারে লিফলেট জনসাধারণের মাঝে বিতরণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ড. ইউনুস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। কিছু দল নির্বাচনে বাঁধা সৃষ্টি করছে, আমরা প্রত্যাশা করি ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।
এই সময়ে সমালোচনা করে তিনি বলেন, চরমোনাই টাকা নিলে হয়ে যায় হাদিয়া, জামায়াত টাকা নিলে হয়ে বাইতুল মাল এবং এনসিপি টাকা নিলে হয়ে অনুদান। আমরা প্রত্যাশা করি চাটখিলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হবে না। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দলের যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদেরকে বহিষ্কার করেছে। আমরা কেউ অপকর্ম করবো না, কাউকে অপকর্ম করতে দিবো না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু হানিফ, সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, চাটখিল সরকারি কলেজের সাবেক জিএস মোঃ ফরিদ, পৌর যুবদলের সভাপতি মাসুদ রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বেলায়েত হোসেন দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক লল্টু, শাহ পরান প্রমুখ।
সমাবেশ শেষে চাটখিল কামিল মাদরাসার মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে চাটখিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ এবং চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন কার্যক্রমের মাধ্যমে শেষ হয়।
এছাড়াও উপজেলার শাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিউল হাসান রবিন অংশগ্রহণ করেন।