চাটখিলে এসএসসি সমমান পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সময়: 10:16 am - August 22, 2025 |

আনিছ আহম্মদ হানিফ:নোয়াখালীর চাটখিলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত ইকবাল ফারুকী, চাটখিল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী।

আরো বক্তব্য রাখেন, চাটখিল কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ সেলিম, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, চাটখিল পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, মল্লিকা দীঘিরপাড় দাখিল মাদরাসার অধ্যক্ষ আবদুল মন্নান, চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতের সফলতা কামনা করে নানা বিষয়ে আলোচনা তুলে ধরেন। এছাড়াও চাটখিল উপজেলায় শিক্ষার গুনগত মান কিভাবে বাড়ানো যাবে সে বিষয়ে নানা রকমের পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীদের মাঝে অনুভূতি শেয়ার করেন লায়লা সুলতানা ও সাদমান সামিত।

Share Now

এই বিভাগের আরও খবর