চাটখিল পৌরসভা কমিটি ঘোষণা, তৃণমূলে হতাশা

সময়: 11:58 am - September 11, 2025 |

চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি অধ্যুষিত একটি এলাকা অথচ গতকাল উপজেলা বিএনপি’র ও পৌরসভা কমিটির রাত ১২ ঘটিকায় জেলা বিএনপির আবায়ক সদস্য সচিব স্বাক্ষরিত ঘোষণা করেন ঘোষিত কমিটিতে দেখা যায় বিভিন্ন দিক দিয়ে ত্যাগী পরীক্ষিত হামলা মামলা জেল জুলুম এর শিকার নেতাদেরকে তেমন মূল্যায়ন করা হয় নাই। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা যায়।
এই কমিটি অনিয়মে ভরপুর ইউনিয়নের নেতাদেরকে পৌরসভার সদস্য করা হয়। যারা বিগত আওয়ামী সরকারের আমলে আন্দোলন সংগ্রামে মিছিলে মিটিংয়ে হামলা মামলার শিকার হয়েছে। জেলে ছিল মাসের পর মাস আদালতের বারান্দায় দিন কেটেছে তাদেরকে সদস্য পর্যন্ত করা হয় নাই যাহারা ১৬ /১৭ বছর আন্দোলন সংগ্রামের বাহিরে ছিল বিদেশে ছিল তাদেরকে বানিয়েছে সদস্য সচিব যুগ্নআবায়ক ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের পোস্টে ছিলনা তাদেরকে করা হয়েছে মূল্যায়ন এছাড়াও প্রতিটি ইউনিয়নের বিগত কমিটিগুলোতে সভাপতি সম্পাদক ও সিনিয়র অনেককে সদস্য পর্যন্ত করে নাই।আবার কমিটিতে দেখা যায় অনেক জুনিয়র কর্মীকে সিনিয়াদের উপরে সদস্য করা হয়। যাহা দলের গঠনত্ব বিরোধী বিএনপির তৃণমূলের নেতাদের সাথে কথা বলে জানা যায়। বিভিন্ন ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ সাংবাদিকদের কে ফোন করে জানান জেলা বিএনপির কমিটি মোটা অংকের টাকা বিনিময়ে এই কমিটি দেওয়া হয়। কমিটি ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বিএনপি’র দেশ বিদেশে তৃণমূল নেতাকর্মীরা জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন রকম পোস্ট করে প্রতিবাদ করছে। পৌরসভার বিএনপি নেতা আবুল কাশেম মিন্টু তার প্রতিক্রিয়া বলেন যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামের মিছিল মিটিংয়ে ছিল না, তখন আমরা এই কর্মীরা ছিলাম। রাজপথে যারা আমাদের কর্মী ছিল তাদেরকে বানিয়েছে বড় নেতা! ত্যাগী পরীক্ষিতদের করা হয় পদ বঞ্চিত। কোন ইউনিয়নের সদস্য করেছে একজন দুইজন অনেক ইউনিয়নে ৭/৮ জন। গতকাল গঠিত উপজেলা বিএনপির কমিটি নিয়ে বঞ্চিত ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন মিডিয়ার কর্মীদেরকে জানান, আমরা হতাশ আমাদেরকে বাদ দিয়েছে দুঃখ নাই।যারা বিগত এমপি মন্ত্রীদের সাথে ছবি ছিল, তাদেরকে এই কমিটিতে প্রদায়ন করা হয়েছে। তারা আরো বলেন ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি ২৪ জন যুগ্ম আহবায়ক এটা বাংলাদেশের কোন উপজেলায় পৌরসভা এরকম কমিটি আর দেখা যায় নাই। এই ব্যাপারে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ও বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাদেরকে কমিটিতে সদস্য করা হয়েছে। তাদের বিগত দিনে কার কয়টা মামলা আছে, কার কয়টা আন্দোলনের ছবি আছে। তাহা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হস্তক্ষেপ কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর