জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু
সময়: 11:44 am - September 13, 2025 |

মানব কথা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষর্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষাণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার পর এই ফলাফল ঘোষণা শুরু হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসুর ভোটগ্রহণ করা হয়। ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নেওয়া হয় সিনেট হলে। সেখানে প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।
সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রার্থী ৬ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রার্থী ১০ জন।