জাকসুর ফলাফল
সময়: 11:59 am - September 13, 2025 |
মানব কথা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষর্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষাণা শুরু হয়েছে।
জাকসু ভোটগণনা নিয়ে কুদ্দুস বয়াতির স্ট্যাটাসে তোলপাড়
শুরুতে হল সংসদের ফল ঘোষণা করা হবে। একে একে ২১টি হল সংসদের ফল ঘোষণা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
আলবেরুনী হল
আলবেরুনী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল। জিএস হয়েছেন মুনতাসির বিল্লাহ খান। এজিএস সাদমান হাসান খান।
নওয়াব ফয়জুন্নেসা হল
নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস হয়েছে সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস প্রার্থী নেই।
বিস্তারিত আসছে………..


















