নেপালের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি

সময়: 10:25 am - September 18, 2025 |

মানব কথা: নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালে জেন-জি বিক্ষোভের পর দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় ভারতের পূর্ণ সমর্থন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।

ওই স্ট্যাটাসে নরেন্দ্র মোদি লিখেছেন, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া মর্মান্তিক প্রাণহানির জন্য সুশীলা কার্কিকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং নেপালের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সুশীলা কার্কির প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সেইসঙ্গে ১৯ সেপ্টেম্বর নেপালের জাতীয় দিবস উপলক্ষে নেপালের জনগণকে শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই তিনি জানান, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজন করবেন তিনি। প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার কিছুক্ষণ পরেই পার্লামেন্ট বিলুপ্ত করেন সুশীলা কার্কি।

Share Now

এই বিভাগের আরও খবর