আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের মডেল হলেন শাকিব খান

সময়: 11:33 am - September 18, 2025 |

মানব কথা: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে একক রাজত্ব করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন। এবার তিনি আন্তর্জাতিক পণ্যের প্রচারে অংশগ্রহণ করতে যাচ্ছেন। শাকিবকে দেখা যাবে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির বিজ্ঞাপনে মডেল হিসেবে।

বিজ্ঞাপনটি ইন্ডিরিলস প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মাণ করবেন সামিউর রহমান। শুটিং হবে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে। বিজ্ঞাপনটি শিগগিরই দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

এর আগে শাকিবকে দেখা গিয়েছিল এসএমসির বিজ্ঞাপনে। ২০১৯ সাল থেকে তিনি এসএমসি ওরস্যালাইন-এন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। তবে রিয়েলমি দিয়ে এটি প্রথমবারের মতো আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশগ্রহণ।

শাকিবকে সর্বশেষ দেখা গিয়েছিল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায়। আগামী বছরের ঈদে মুক্তি পাবে তার অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যা পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ইতোমধ্যেই ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।

ছবির শুটিং নভেম্বর থেকে শুরু হবে। এতে শাকিবের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন, তবে তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর