গণপূর্ত মন্ত্রণালয়ের সতর্কবার্তা: ১৬১ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া

সময়: 2:10 pm - September 25, 2025 |

মানব কথা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, জনবল নিয়োগের একটি ভুয়া বিজ্ঞপ্তি ও কার্যাদেশ প্রচার করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলছে, ভুয়া বিজ্ঞপ্তিতে ১৬১ জনকে নিয়োগের কথা প্রচার করা হচ্ছে।

মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা কর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘খন্দকার ট্রেডার্সকে ১৩ নম্বর প্যাকেজে অনুমতি প্রদান’ শিরোনামে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ মন্ত্রণালয়ের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ভুয়া পত্রে ৭ সেপ্টেম্বর একটি স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

মন্ত্রণালয় বলছে, ‘ভুয়া’ বিজ্ঞপ্তি ও কার্যাদেশে বলা হয়েছে, খন্দকার ট্রেডার্স জনবল নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করবে এবং প্রতিষ্ঠানটির হিসাব নম্বরে নিয়োগকৃত ১৬১ জন কর্মীর বেতন দেওয়া হবে।

প্রতারক চক্র এই ভুয়া পত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩ এর উপসচিব আবুল বাকের মো. তৌহিদের নাম ও সই ব্যবহার করেছে। বাস্তবে তিনি বর্তমানে এ মন্ত্রণালয়ে যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-১) পদে কর্মরত আছেন।

মন্ত্রণালয় বলছে, এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশের সঙ্গে তাদের কোনো ‘সংশ্লিষ্টতা’ নেই।

এ ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি ‘নিশ্চিত করে’ প্রতারণার উদ্দেশ্যে ‘ভুয়া নিয়োগপত্র ও কার্যাদেশের’ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে মন্ত্রণালয়।

Share Now

এই বিভাগের আরও খবর