হংকংয়ের বিপক্ষে আজ টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

সময়: 1:01 pm - October 9, 2025 |

মানব কথা: এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে জয় ছাড়া অন্য ফল জামাল-হামজাদের বিপাকে ফেলতে পারে। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারের পর এই ম্যাচে নতুন করে আত্মবিশ্বাস খুঁজছে বাংলাদেশ।

গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হার বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছিল। প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীসহ বিদেশফেরত খেলোয়াড়দের আগমনে দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, সেই ধারাটা থেমে গেলেও এবার তা আবারও ফিরে এসেছে।
প্রথম ফুটবলার হিসেবে বিলিয়ন ডলারের মালিক রোনালদো

আজ (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। টিকিট ছাড়ার আধাঘণ্টার মধ্যেই প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে, যা ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহের প্রমাণ।

তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশকে কঠিন সমীকরণ মেলাতে হচ্ছে। ‘সি’ গ্রুপে ভারতের বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল, এরপর নিজেদের মাঠে হেরে যায় সিঙ্গাপুরের কাছে। ফলে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়ার দল এখন তৃতীয় অবস্থানে। হংকং ও সিঙ্গাপুর উভয়েই ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

আজ বাংলাদেশ জিতলে তাদের পয়েন্ট হবে ৪, ড্র করলে ২ এবং হারলে ১–ই থাকবে। এরপর ভারতের বিপক্ষে লড়াইসহ বাকি ম্যাচগুলো হবে প্রতিপক্ষের মাঠে—যা দলের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ।

বাংলাদেশ শেষবার এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল ১৯৮০ সালে। ৪৫ বছর পর ফের সেই স্বপ্ন পূরণে আজ জয় ছাড়া বিকল্প নেই।

তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে হংকং চায়না ৩৮ ধাপ এগিয়ে, আর এখন পর্যন্ত চারবার মুখোমুখিতে তিনবার জিতেছে হংকং, একটি ড্র। দলে আছে চারজন ব্রাজিলিয়ান প্রবাসী ফুটবলারও।

তবু আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। হামজা, ফাহমিদুল ও সামিত সোমদের উপস্থিতি নতুন উদ্দীপনা যোগ করেছে। যদিও তপু বর্মণ ও তারিক কাজীর চোট কিছুটা চিন্তার কারণ।

সবশেষে লাল-সবুজ সমর্থকদের একটাই প্রত্যাশা—হামজা-জামালদের পায়ে ফুটুক জয়ের ফুল, বেঁচে থাকুক এশিয়ান কাপের স্বপ্ন।

Share Now

এই বিভাগের আরও খবর