পরিদর্শনকালে মাদ্রাসার প্রিন্সিপাল ড. সাইফুল ইসলাম রফিক ব্যারিস্টার আরমানকে ফুল দিয়ে স্বাগত জানান।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যে ব্যারিস্টার আরমান বলেন,“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে।”
তিনি আরও বলেন,“দেশের তরে কাজ করতে আমি ইংল্যান্ড থেকে ফিরে এসেছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমারসহ অনেকের মানবাধিকার ক্ষুণ্ন করে আমাদের অন্ধকার প্রকোষ্ঠে (আয়না ঘরে) আটক রেখে নির্মম নির্যাতন চালিয়েছিল। আমি বেঁচে থাকতে আর কারও উপর এমন নির্যাতন হতে দেব না।”
শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,“দেশকে চাঁদাবাজ মুক্ত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে পরিবর্তনের কোনও বিকল্প নেই। তাই আসুন, আমরা সবাই একযোগে কাজ করি—শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মিরপুরবাসী।”
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন,মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরার সদস্য ও মিরপুর দক্ষিণ থানার আমীর এ্যাডভোকেট আলাউদ্দীন সোহেল, থানা সেক্রেটারি রাকিবুল ইসলাম, থানার প্রশিক্ষণ ও যুব সম্পাদক আমির হোসেন বাবলুসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।


















