পাটের বাগে মতবিনিময় সভায় জামায়াতের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্ভুক্ত ৬০ নং ওয়ার্ড (কদমতলী উত্তর থানা) এর বৃহত্তর পাটের বাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শুরা ও কর্মপরিষদের অন্যতম সদস্য এবং ঢাকা-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক জনাব আব্দুর রহিম জীবন এবং সদস্য সচিব মুহাম্মদ মহিউদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর পাটের বাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব আবু হানিফ সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির অর্থ সম্পাদক মাওলানা এ কে এম ফেরদাউস খান।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















