বাফুফে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেন সালাউদ্দিন
মানব কথা: টানা চার মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। তবে ১৬ বছর সভাপতির দায়িত্ব পালনের পর বাফুফে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন তিনি।
বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী আসন্ন ২৬ অক্টোরব হতে যাওয়া বাফুফে নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানান তিনি। দেশের ফুটবল অন্যতম বড় এই তারকা।
যদিও যদিও কয়েক দিন আগে আসছে নির্বাচনে অংশ গ্রহণের কথা জানিয়েছিলেন তিনি। তবে বর্তমানে পরিস্থিতি বিবেচনায় নিজের অবস্থান থেকে সরে এসেছেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পারিবারিক চাপে নির্বাচন না করার সিদ্ধান্ত তিনি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর, শনিবার (১৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে দেখা মিলল জাতীয় সালাউদ্দিনের। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর আর বাফুফে কার্যালয়ে আসেননি তিনি। তবে শনিবার হুট করেই হাজির হন দেশের ফুটবলের এ কর্তা।
জানা যায় আসন্ন ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন তিনি। ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর টানা ১৬ বছর এ পদে দায়িত্ব পালন করছেন কাজী সালাহউদ্দিন।
এর আগে বেশ কয়েকবার নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অংশ নেন নির্বাচনে। বেশ আগে থেকে ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে তার পদত্যাগের দাবি ওঠে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আরও জোরানো হয় সেই দাবি। তবে সে দাবিকে পাত্তা না দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান কাজী সালাহউদ্দিন। তবে এখন জানা গেল, বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তিনি।