নলছিটিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু

সময়: 11:07 am - December 8, 2025 |

মানব কথা: ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বাচ্চু মল্লিক (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম।

নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, সকাল আনুমানিক ১০টার দিকে বাচ্চু মল্লিক নিজের জমিতে লাগানো সবজি গাছ দেখতে যান। এসময় পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর মারার উদ্দেশ্যে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতেন। সেই ফাঁদে পা জড়িয়ে বাচ্চু মল্লিক ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, “আমরা প্রথমে ভেবেছিলাম ভাই স্ট্রোক করেছে। পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখে বুঝতে পারি তিনি ফাঁদে জড়িয়ে মারা গেছেন।” নিহত বাচ্চু মল্লিক ওই গ্রামের জলিল মল্লিকের ছেলে।

নলছিটি থানার ওসি আব্দুস ছালাম জানান, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর