বিহঙ্গল মাদরাসার উদ্যেগে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ১৮–১৯ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক: বিহঙ্গল কেরাতুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিমখানার উদ্যোগে ১৮ ও ১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাায়ে জিকির অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি মাদরাসা প্রাঙ্গণে, আয়োজন করা হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীর সাহেব ও দেশবরেণ্য বক্তা হযরত মাওলানা সেকান্দার আলী সিদ্দীকী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন হযরত মাওলানা শাহ জালাল হুসাইন জিহাদী, সভাপতি বাংলাদেশ কুরআন সুননাহ বোর্ড, এবং বিশিষ্ট বক্তা হযরত মাওলানা ক্বারী উসমান উল্লাহ আনছারী।
মাহফিলের সভাপতিত্ব করবেন, আলহাজ্জ রফিকুল ইসলাম মোল্লা, সাবেক চেয়ারম্যান ৩নং কুলকাঠি ইউনিয়ন।
মাদরাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি মাদরাসার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে ভর্তি কার্যক্রমও চলমান রয়েছে।


















