বাউফলে দৈনিক মানব কথার সাংবাদিক আনিচের ওপর হামলা

সময়: 9:28 am - January 17, 2026 |

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে জাতীয় দৈনিক মানবকথা–এর বাউফল উপজেলা প্রতিনিধি মো. আনিচুর রহমান (৪২)-এর ওপর এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। তিনি বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, থানার পূর্ব পাশে ইলিশ চত্বরের সামনে ফয়সাল জোমাদ্দার, তার ছেলে অর্ক ও সূর্য নামের এক ব্যক্তি মো. আনিচুর রহমানের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় ভুক্তভোগী আনিচুর রহমান বলেন, আমি একজন ব্যাবসায়ী এবং সংবাদকর্মী। ফয়সাল আমার কাছে নানাভাবে টাকা চায়। ফয়সালসহ তার ছেলেরা আমাকে গুলি করার হুমকি দিয়েছে। আজ সকালে আমার উপরে হামলা করেছে। আমি আইনগত ব্যবস্থা নেব।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বাউফল উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফয়সাল জোমাদ্দার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আমার ছেলে অর্কের পটুয়াখালীতে পরীক্ষা চলছিল। সকালে পটুয়াখালী যাওয়ার পথে বাউফল ইলিশ চত্বরে আনিচুর আমার ছেলেকে হামলা করে। বিষয়টি থামাতে গেলে আমাকেও মারধর করা হয়।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর