ভূমিপুত্র এ.কে মোহাম্মদ হোসেনকে সচিব পদ মর্যাদায় আইন কমিশনে নিয়োগ

সময়: 11:30 am - September 17, 2024 |

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: অন্তর বর্তী সরকারের আইন সংস্কার কাজে সহায়তার জন্য আইন প্রণয়ন ও সংসদ বিষয়ক বিশেষজ্ঞ এ. কে মোহাম্মদ হোসেন কে আইন কমিশনের পরামর্শক নিয়োগ করা হয়েছে। ১৭ সেপ্টম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্নসচিব ( প্রশাসন) মোঃ রফিকুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি সরকারের সচিব পদ মর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন। কক্সবাজারের ভূমি পুত্র এ,কে মোহাম্মদ হোসেন ১৯৫৪ সালে সদর উপজেলার ( ঈদগাঁও উপজেলা) পোকখালী ইউনিয়নের গোমাতলি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।

★এ.কে মোহাম্মদ হোসেনের জীবনবৃত্তান্তঃ
কক্সবাজারের সমুদ্রসন্তান এ. কে. মোহাম্মদ হোসেন একজন আইন ও সংসদ রীতি বিষয়ক বিশেষজ্ঞ।যিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে এ ক্ষেত্রে কাজ করছেন। তিনি আইনজীবী, বিচারক ও আইন প্রণয়ন বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ে কাজ করেছেন। তিনি ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজ থেকে আইন প্রণয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তিনি নির্বাচন,মানবাধিকার,পরিবেশ, অর্থনৈতিক উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা, সরকারি অর্থনীতি, স্বাস্থ্যসেবা সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে আইনি ও বিধিবদ্ধ কাঠামো প্রণয়নে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও তিনি সরকারি এবং বেসরকারি সংস্থার প্রকল্পসমূহের দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী পর্যালোচনা ও মূল্যায়নের কাজ করেছেন।

২০১১ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি সংসদে উপস্থাপিত সরকারি বিল পর্যালোচনা, মনিটরিং, মূল্যায়ন এবং বিভিন্ন বিধি ও রীতি নীতি প্রণয়ন কাজেও দক্ষতা অর্জন করেছেন। রিসোর্স পার্সন হিসেবে তার দক্ষতা সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও স্বীকৃত।

এ. কে. মোহাম্মদ হোসেন বাংলাদেশের সংবিধান সংশোধন বিল, বাজেট বিল এবং বিভিন্ন আইন ও বিধিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি, রীতি নীতি , সমঝোতা স্মারক প্রণয়ন ও পর্যালোচনা করেছেন। তাঁর নেতৃত্বে একটি আইনি পরামর্শক দলের মাধ্যমে বাংলাদেশ সরকারের জন্য একটি ‘লেজিসলেটিভ ডেস্কবুক’ প্রস্তুত করা হয়েছে। যা আইন প্রণয়ন প্রক্রিয়া, চুক্তি, এবং আইনি নথি প্রণয়নের জন্য নীতিনির্ধারকদের জন্য একটি মূল্যবান নির্দেশিকা হিসেবে কাজ করছে।

তিনি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। যেমন, বিশ্বব্যাংক, আইএফসি, আইএলও, ইউএনডিপি, ইউএসএইড, ইউনিসেফ, এবং বাংলাদেশ ব্যাংক। এছাড়াও তিনি বাংলাদেশ কোডের সংশোধন ও হালনাগাদ করার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আয়োজন (UNDP) একটি প্রকল্পে কাজ করেছেন।

অবসরের পর, তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় আইনি পরামর্শক হিসেবে কর্মরত রয়েছেন। আইন প্রণয়ন ও সংসদীয় বিষয়াদি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করছেন

বাহারী ও দৈনিক দিনকাল পত্রিকার কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর