বড় লিড নিয়ে লাঞ্চে ভারত, উইকেটশূন্য বাংলাদেশ
মানব কথা: তৃতীয় দিনে এখনো কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ভারত প্রথম সেশন শেষ করেছে আর কোনো উইকেট না হারিয়েই। মধ্যাহ্নভোজের আগে তারা রান তুলেছে আরো ১২৪ রান। সেই সাথে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ রানে।
শনিবার ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। রিশাভ পান্ত আর শুভমান গিলের হাত ধরে শুরু হয় খেলা। তাদের আর আলাদা করতে পারেননি সাকিব-তাসকিনরা।
নিরবিচ্ছিন্ন জুটিতে দু’জনে যোগ করেছেন ১৩৮ রান। দু’জনেই পেয়েছেন ফিফটি। হাঁটছেন শতকের পথে। মধ্যাহ্নভোজের আগে ১০৮ বলে ৮২ রানে ব্যাট করছেন পান্ত, ১৩৭ বলে ৮৬ রানে ব্যাট করছেন শুভমান গিল।
দ্বিতীয় ইনিংসে ভারতের রান পৌঁছেছে দ্বি শতকে। ৩ উইকেটে ২০৫ রানে উঠেছে স্কোরবোর্ডে। এদিন কোনো উইকেট নিতে পারেননি বোলাররা। ফলে ধীরে ধীরে চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণ হারাচ্ছে বাংলাদেশ।
এম চিদারম্বর স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ভারত তাদের প্রথম ইনিংসে থামে ৩৭৬ রানে। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৯ রানেই। ২২৭ রানের লিড পায় স্বাগতিকেরা। ফলোঅনের সুযোগ থাকলেও সেটি কাজে লাগায়নি তারা।