চকরিয়ায় অভিযানকালে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

সময়: 6:17 am - September 24, 2024 |

মানব কথা: কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।

সোমবার রাতভর ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান চলে। রাত সাড়ে ৩টায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার। কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এসময় দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার হেলাল, সদস্য জিয়াবুল ও বেলালকে আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনা কর্মকর্তা তানজিমকে কক্সবাজার নেয়ার পথে মারা যান। তার লাশ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর