আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

সময়: 9:30 am - September 25, 2024 |

মানব কথা: পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করলেও ভারতে চেন্নাই টেস্টে ভরাডুবি হয় বাংলাদেশের। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ২৮০ রানে হেরে যায় টাইগাররা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছ থেক সুখবর পেয়েছেন চার টাইগার ক্রিকেটার।

আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করা হয়। ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন টাইগার দলপতি।

বল হাতে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। তবে প্রথম ইনিংসে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল তার। ফলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে বর্তমানে ৪৩তম স্থানে আছেন এ অলরাউন্ডার।

বোলারদের মধ্যে এগিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করায় ৪৪তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ। আর ৮ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে আছেন তাসকিন।

চেন্নাই টেস্টে শতক করায় র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ভারতের ৩ ক্রিকেটার ঋষভ পান্ত, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৩৯ করার পর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন পান্ত।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে অপরাজিত ছিলেন গিল। ফলে ১৪তম স্থানে উঠে এসেছেন তিনি। আর প্রথম ইনিংসে ১১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের কারণে ৭ ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৩তম স্থানে আছেন অশ্বিন।

Share Now

এই বিভাগের আরও খবর