সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ২৪ রোহিঙ্গা নারী ও পুরুষ আটক

সময়: 6:45 am - October 15, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকা থেকে নারী-পুরুষসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ইনানী এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

উখিয়া থানার ওসি আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে মালয়েশিয়া যেতে ব্যর্থ ২৪ জন রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ।তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আরিফ হোছাইন বলেন, আটক রোহিঙ্গাদের ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম বলেন, আমরা মালেয়শিয়া যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মায়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। এতে মাঝি বোট ঘুরিয়ে ইনানী উপকূলে চলে আসে। আমরা সাগরের মাঝে ১০ দিনের মতো ছিলাম।

Share Now

এই বিভাগের আরও খবর