আবারও মিয়ানমার চলছে তুমুল সংঘর্ষ : যুদ্ধবিমানের চক্কর আকাশ সীমানায়

সময়: 7:11 am - October 15, 2024 |

মোহাম্মদ খোরশেদ হেলালী: এক সপ্তাহ বিরতির পর নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইনের মংডু শহর ঘিরে তুমুল লড়াই চলছে। সোমবার (১৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান টেকনাফ সীমান্তের মানুষ।

স্থানীয়রা জানান, সারাদিন মিয়ানমারের আকাশে যুদ্ধ বিমানের চক্কর দিতে দেখা যায়।

টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দা নঈম উদ্দিন ও আবু তাহের জানান, সোমবার ভোর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা বিস্ফোরণের বিকট শব্দে শোনা যায়। মিয়ানমারের মংডু শহর কেন্দ্রিক চলছে এই গোলাগুলি। সারাদিন মিয়ানমারের আকাশে চলে যুদ্ধবিমানের চক্কর। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ, আরাকান আর্মির পাল্টা হামলা আবারও তীব্র হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শরিফ বলেন, টানা এক সপ্তাহ পর সোমবার ভোর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে টেকনাফের সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর