ত্রাণের ঢেউটিন ক্রয়, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণের ঢেউটিন ক্রয়ের দরপত্রে শর্ত আরোপ নিয়ে প্রশ্ন উঠেছে। নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে কঠিন শর্ত আরোপের অভিযোগ করেছে অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো। এরআগেও অধিদপ্তর একই ধরনের কাজ হয় বলে অভিযোগ আছে। প্রত্যেক বছর আপত্তির পরও অস্বাভাবিক কিছু শর্ত জুড়ে দিয়ে একটি প্রতিষ্ঠানকে সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
২০২৪-২৫ অর্থ বছরে ত্রাণের ৭৬ কোটি ৪০ লাখ টাকার ঢেউটিন ক্রয় করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কিন্তু আগের শর্ত পরিবর্তন না করেই ঢেউটিন ক্রয়ের টেন্ডার আহ্বান করা হয়েছে। ঢেউটিনের স্পেসিফিকেশন সুনির্দিষ্টকরণ পরিবর্তন ও শর্ত শিথিলের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আবেদন করেছেন সরদার ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধীকারী সরদার আবদুল কাদের।
আবেদনে তিনি বলেন, ‘ঢেউটিন ক্রয়ের টেন্ডারে অংশ নিতে শিডিউল ক্রয় করলেও স্পেসিফিকেশন এবং শর্তের বেড়াজালে পড়েছেন সব ঠিকাদার। কোনো ঢেউটিন উৎপাদনকারী মিল এমন শর্তে ঢেউটিন বিক্রি করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।’
তিনি আবেদনে উল্লেখ করেন, স্পেসিফিকেশন পরিবর্তন করে ২০২৪-২৫ অর্থ বছরে ত্রাণের ৭৬ কোটি ৪০ লাখ টাকার ঢেউটিন ক্রয় করবে অধিদপ্তর টেন্ডার আহ্বান করলে একটি মাত্র প্রতিষ্ঠানকে সুবিধা দেয়ার যে অনিয়ম এতদিন ছিল তা বন্ধ হবে। এতে অনেক মিল মালিক ও সরবরাহকারী টেন্ডারে অংশ নিতে পারবেন। এতে আসবে স্বচ্ছতা।
বাজারে প্রচলিত সর্বোচ্চ মানের স্পেসিফিকেশন ও সহজ শর্ত নির্ধারণ করে সময় বাড়ানোর আবেদন করেন ওই ঠিকাদার। আবেদনে উল্লেখ করেন, এবার আমাদের আহ্বানে কর্তৃপক্ষ পরিবর্তনের আশ্বাসও দিয়েছিল। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির জোরে ছাড়াই টেন্ডার আহ্বান করা হয়েছে। ঢেউটিন সরবরাহে প্রচলিত বাজারে পাওয়া যায় এমন স্পেসিফিকেশন তৈরি করে সব উৎপানকারী ও সরবরাহকারীকে টেন্ডারে অংশ নেয়ার সুযোগ দিলে প্রতি টন ঢেউটিন ২ লাখ ২২ হাজার টাকার পরিবর্তে ১ লাখ ৫০ টাকায় ক্রয় করা সম্ভব।