১ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

সময়: 7:50 am - October 29, 2024 |

মানব কথা: চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট দারুণ ভাবে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নভোজের আগেই ছুঁয়েছে তিন অংকের ঘর, হারিয়েছে মোটে ১ উইকেট।

দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে আজ (মঙ্গলবার) মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াই করছে দুই দল। যেখানে প্রথম দিনের মধ্যাহ্নভোজের আগে ১ উইকেটে তুলেছে ১০৯ রান।

এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ তাদের একাদশ সাজায় ৩ পরিবর্তন নিয়ে। জাকের আলি, লিটন দাস ও নাইম হাসানের বদলে সুযোগ পান মাহিদুল ইসলাম, জাকির হাসান ও নাহিদ রানা।

প্রথম উইকেটের দেখা পেতে অবশ্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অনেক সময়। তাইজুল ইসলামের হাত ধরেই আসে প্রথম উপলক্ষ। প্রোটিয়া অধিনায়ককে ফিরিয়েছেন তিনি। ৬৯ রানের জুটি ভেঙে এইডেন মার্করাম ফেরেন ৩৩ রান করে।

ফেরার আগে অবশ্য বেশ ভালোই করছিলেন মার্করাম। ডি জর্জের সাথে গড়ে তুলেন ভিত। জর্জে অবশ্য খেলছেন নিজের মতোই। ফিফটির দ্বারপ্রান্তে থেকে বিরতিতে গেছেন তিনি, ব্যাট করছেন ৪৯ রানে।

ট্রিস্টান স্টাবসের সাথেও জমে উঠেছে তার জুটি। ৬৭ বল থেকেই ৪০ রান যোগ করে ফেলেছেন দু’জনে। স্টাবস ব্যাট করছেন ২৩ রানে।

Share Now

এই বিভাগের আরও খবর