সাফজয়ী বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

সময়: 12:10 pm - November 9, 2024 |

মানব কথা: বাফুফের সভায় এবারের সাফ ফুটবলের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগির এই অর্থ সাবিনাদের হাতে তুলে দেয়া হবে।

শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু এই কথা জানান।

এ নসয় আগামী ৩০ নভেম্বর বাফুফের সদস্য পদে টাই হওয়া সদস্য এখলাছ উদ্দিন এবং সাইফুর রহমান মনির জন্য বাফুফে ভবনে ভোট হবে বলেও জানান তিনি।

সভায় তিন সদস্য উপস্থিত ছিলেন না। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সদস্য মহিউদ্দিন সেলিম এবং ইমতিয়াজ হামিদ সবুজ।

সভা থেকে বেশ কয়েকটি কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ফিন্যান্স কমিটি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান হয়েছেন তাবিথ আওয়াল। তিনি চার বছরের জন্য থাকছেন।

বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান হিসেবে বহাল আছেন মাহফুজা আক্তার কিরণ। পেশাদারী লীগ কমিটিতে ইমরুল হাসান এবং ডেভেলপমেন্ট কমিটিতে নাসের শাহরিয়ার জাহেদী দায়িত্ব পেয়েছেন। মহানগরী লিগ চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ এবং মার্কেটিং কমিটির দায়িত্বে পেয়েছেন ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। স্কুল কমিটির চেয়ারম্যান হিসেবে দু’জনকে দায়িত্ব দেয়া হয়েছে। ৩২টি জেলার জন্য গোলাম গাউস এবং অপর ৩২টি জেলার জন্য বিজন বড়ুয়া এই চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এসব কমিটির চেয়ারম্যানরা এক বছরের জন্য থাকবেন। এক বছর পর তাদের পারফরমেন্স পূর্ণ মূল্যায়ন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর