জাবিতে আফসানার মৃত্যুতে শিক্ষার্থীদের অবরোধ

সময়: 6:07 am - November 20, 2024 |

মানব কথা: ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করছেন কিছু শিক্ষার্থী।

বুধবার শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে বসে এই অবরোধ কর্মসূচি শুরু করেছেন। এর আগে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কাছে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানার মৃত্যু হয়।

৫৩ ব্যাচের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। দোষীদের শাস্তি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কর্তৃপক্ষ তাদের আট দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আন্দোলন চলাকালে ক্যাম্পাসে কোনো যানবাহন ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না।

সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর