নলছিটিতে শহীদুল ইসলামের ব্যতিক্রমী উদ্যাগ

সময়: 5:43 am - August 19, 2024 |

এম কে কামরুল ইসলাম: বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রজনতার উদ্যোগ সাড়া দেশে ব্যাপক আলোড়ন তুলছে ,তা দেখে ঝালকাঠির জেলার নলছিটি পৌর এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে শহীদুল ইসলাম নামে এক যুবক ছাত্রজনতাকে সাথে নিয়ে বিভিন্ন সংস্কার মূলক কাজ করছে।

সরকারি চাকরীতে কোটা সংস্কারের জন্য ছাত্রজনতার আন্দলনে আওয়ামীলীগ সরকারের পদত্যাগ করার পর দেশে সংকট কালীন সময়ে ছাত্রজনতা দেশের সড়কের ময়লা পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং,দেয়ালে চিত্রাংকন সহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পরা দেখে উৎসাহিত হয়ে, ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কান্ডপাশা, শংকরপাশা ও সূর্যপাশার বিভিন্ন স্কুল, মাদরাসা, মসজিদে যাতায়াতের ৮টি সড়কই ছিলো চলাচলের অনুপযোগী, সেই সড়ক গুলোকে এলাকার ছাত্রজনতাকে নিয়ে মোঃ শহীদুল ইসলাম সুমনের উদ্যোগে সংস্কার করা হয়।

এছাড়া স্কুল, মসজিদ ও স্থানীয় বাজারের পুকুর ও খালে অস্থায়ী ঘাটলা নির্মান করে দেয়া হয়। যাতে করে জনগন নির্বিঘ্নে পানি ব্যবহার করতে পারে। এর ফলে জনসাধারণের কিছুটা হলেও ভোগান্তি কমছে। একসময় সড়ক গুলো দিয়ে চলাচল করতে ভোগান্তির সীমা ছিলোনা।সেখান থেকে কিছুটা পরিত্রাণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এমন কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে ছাত্রজনতার এমন উদ্যোগ দেখে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে রাস্তাগুলোতে যে ভোগান্তি ছিলো কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি। ছাত্রজনতা মানুষের ভোগান্তি কমাতে সংস্কারের কাজ করছে সেটা আসলেই প্রশংসনীয় বলে জানান এলাকাবাসী।

এ ব্যাপারে শহিদুল ইসলাম সুমন বলেন, ছাত্রজনতা দেশের যে ভাবে হাল ধরেছে এবং বিভিন্ন কাজ করছে তা দেখে আমার মনে হয়েছে যে দেশের জন্য আমার কিছু একটা করা দরকার তাই স্থানীয় ছাত্রজনতাদের নিয়ে আমি আমার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কের সংস্কার কাজ করা শুরু করেছি এবং পুকুর ও খালে অস্থায়ী ঘাটলা নির্মান করে দিচ্ছি যাতে করে মানুষের কিছুটা কষ্ট দূর হয়।

Share Now

এই বিভাগের আরও খবর