হাসিনার বিবৃতি সমর্থন করে না ভারত : বিক্রম মিশ্রি

সময়: 7:15 am - December 12, 2024 |

মানব কথা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একই সাথে তিনি বলেছেন, এটি বাংলাদেশ-ভারতের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক।

বুধবার কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণকে গরুত্ব দেয়।

তিনি বলেন, শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন। এক্ষেত্রে ভারত সরকার কোনো ধরনের সুবিধা দেয় না। কারণ তৃতীয় কোনো দেশে রাজনৈতিক হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্য।

মিশ্রির এমন মন্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ ভারতে অবস্থান করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বিভিন্ন স্থানে বিবৃতি ও ভিডিও বার্তা দিচ্ছেন শেখ হাসিনা।

বিক্রম মিশ্রি কমিটিকে জানান, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় ও যে কোনো সরকারের সাথে সম্পর্ক বজায় রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর