ওবায়দুল কাদের দেশেই লুকিয়ে ছিলেন জানা ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সময়: 11:20 am - December 17, 2024 |
মানব কথা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকার পতনের পর তিন মাস দেশেই লুকিয়ে ছিলেন- এমন কোনো তথ্য সরকারের জানা ছিল না। জানলে তাকে গ্রেফতার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
একটি স্থানীয় গণমাধ্যমে, ক্ষমতাচ্যুত হওয়ার পর ওবায়দুল কাদের দেশেই আত্মগোপনে ছিলেন মর্মে খবর প্রকাশিত হয় মঙ্গলবার।
সেই সূত্রেই প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি সরকার তার লোকেশন জানত, সাথে সাথেই তিনি অ্যারেস্ট হয়ে যেতেন।
সূত্র : বিবিসি