চাটখিল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইতালি প্রবাসী নুরুল আলমকে সংবর্ধনায়

সময়: 2:45 pm - January 9, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইতালি প্রবাসী নূরুল আলমকে সংবর্ধনায় প্রদান করা হয়।

বুধবার বিকেলে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তায় গাড়ি যোগে আসলে উপজেলা ও ইউনিয়ন যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নূরুল আলমকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইতালি যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আনোয়ারুল আজিম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম শামসু, উপজেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেল্লাল হোসাইন নাঈম, যুবদল নেতা রিয়াদ, ফারুক, জাকির, বাবলু, মনোয়ার, মিন্টু, বাহার, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসির আরাফাত মিলন, সৈকত সহ উপজেলা ও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধনায় শেষে ইতালি প্রবাসী নূরুল আলম পরকোট ইউনিয়নের মেকরারচর গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবা মরহুম বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও পৌরসভার দৌলতপুরে উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি মরহুম আনোয়ার হোসেনের কবরে দোয়া মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন ।

ইতালি প্রবাসী নূরুল আলম বলেন স্বৈরাচারী হাসিনা সরকারের সন্ত্রাসী হামলায় ও মামলার কারণে আমি দেশে থাকতে পারিনি। তাই জীবন বাঁচাতে বিদেশে যেতে বাধ্য হয়েছি। তিনি আরো বলেন দীর্ঘ ১২ বছর আমি জম্মভূমিতে আসতে পারিনি। কিন্তু আল্লাহর বিচার দেখুন স্বৈরাচারী হাসিনা ও তার দোসররা বাংলাদেশে নেই।

Share Now

এই বিভাগের আরও খবর