প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে কমিশন
মানব কথা: রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশসহ চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হয়েছে।
বুধবার সকালে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের কাছে চার সংস্কার কমিশনের সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা বাসস।
চার প্রতিবেদন হলো সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন চারটি কমিশনের সদস্যরা। হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে। দুপুর দেড়টা পর্যন্ত আশা করছি এই মিটিং হবে।
তিনি বলেন, ‘এরপর দুপুর ৩টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা, তারা পুরো জিনিসটি ব্রিফ করবেন। তবে আমরা এখনো জানি না কারা (ব্রিফিংয়ে) আসবেন।’