কুমিল্লার অশোকতলায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিনজন আটক
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মহানগরীতে বিপুল অস্ত্রশস্ত্র গোলাবারুদসহ মহানগর যুবদল নেতা রিয়াজের কিশোর গ্যাং বাহিনীর প্রধানসহ ৩ জন আটক।
এ সময় ২ টি বিদেশী নাইন এম এম পিস্তল ১৮ রাউন্ড গুলি,বন্দুকের ১৬ রাউন্ড গুলি ও অসংখ্য দেশী অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।
স্থানীয়রা জানান, যুবদল নেতা রিয়াজের মদদপুষ্ট হয়ে কিশোর গ্যাং প্রধান পয়েণ্ট রাব্বী বিগত কিছুদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে সমাজবিরোধী কার্যক্রমে জড়িত। বিগত কয়েকদিন পুর্বে নয়ন-চয়ন ভন্ড সহ অশোকতলার স্বপ্ন সুপার শপের কর্মচারী বাবুকে হত্যা করে লাশ গোপনের চেষ্টা করে। পরবর্তীতে সেনা ও কুমিল্লার পুলিশ সুপার ও চৌকস কর্মকর্তা কোতয়ালী বর্তমান ওসির নেতৃত্বে লাশ উদ্ধারসহ হত্যা মামলা দায়ের করা হয়।
বিসিক অশোকতলা নজরুল এভিনিউ এর সকল ছিনতাই,ডাকাতি, চুরি,চাঁদাবাজিতে এই গ্রুপ জড়িত।
বিগত আওয়ামী লীগের আমলে অশোকতলার শীর্ষ সন্ত্রাসী শাহআলম খানের লোক এখন খোলসবদলে যুবদল নেতা রিয়াজ গ্রুপের কিশোর গ্যাং প্রধান পয়েন্ট রাব্বী, জাকির, রিকশা লিটনের ছত্রছায়ায়।
৩ জন অস্ত্রসহ সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়ায় মহানগরীর অশোকতলা এলাকার জনগন স্বস্তির নিশ্বাস ফেলেছে।
উল্লেখ্য কিশোর গ্যাংঙ এর নেতৃত্ব দানকারী চাঁদাবাজ জয়নাল আবেদিন বাবলু এখনো ছোঁয়ার বাহিরে। অশেকতলা কিশোর গ্যাংদের উৎপাত দমনে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
মানব কথা/ এসএস