‘টাকা নিয়ে দরজায় কড়া নাড়লেও কেউ দরজা খোলেনি’

সময়: 12:31 pm - January 27, 2025 |

মানব কথা: বারবার নেতিবাচক খবরে উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম। টাকা না পেয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেন দলটির বিদেশি ক্রিকেটাররা। তাই দেশি ক্রিকেটারদের নিয়েই ম্যাচ খেলতে হয়েছে পদ্মাপাড়ের দলটির। ম্যাচের আগে টাকা নিয়ে বিদেশি ক্রিকেটারদের দরজায় কড়া হলেও কেউ দরজা খোলেননি বলে জানিয়েছে রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ।

রোববার (২৬ জানুয়ারি) রংপুরের বিপক্ষে ২ রানের শ্বাসরুদ্ধ এক জয় পায় রাজশাহী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিদেশি ক্রিকেটারদের না খেলা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমি যতটুকু জানি টাকা নিয়ে বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হলেও তারা কোনো সাড়া দেননি। ফলে বাধ্য হয়ে দেশি ক্রিকেটারদের নিয়েই খেলতে হয়েছে।’

রাজশাহীর অধিনায়ক আরও বলেন, ‘দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি। শুনেছি টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হয়েছে, কিন্তু কেউ দরজা খুলেনি। তবে দলের সবাই মিলে চেষ্টার ফল পেয়েছি। উইকেটটা সহজ ছিল না, কিন্তু টিম এফোর্টে আমরা জিতেছি।’

ম্যাচের দিন হোটেল পরিবর্তনের ঘটনাও ঘটেছে। যা নতুন অভিজ্ঞতা উল্লেখ করে তাসকিন বলেন, ‘আমরা হোটেল পরিবর্তন করলাম। দু’ঘণ্টা আগে জানলাম বিদেশি কেউ আসবে না। বোর্ড থেকে জানানো হলো অন্তত দেশি ক্রিকেটাররা খেলুক। তবে এই কঠিন পরিস্থিতিতেও আমরা ম্যাচ জিতেছি।’

Share Now

এই বিভাগের আরও খবর