জনগণই তাদের একসময় উঠিয়ে দেবে রেললাইন থেকে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়: 2:14 pm - February 3, 2025 |

মানব কথা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘জনগণই তাদের একসময় উঠিয়ে দেবে রেললাইন থেকে’।

‘এরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে। দিনের পর দিনের দাবি দাওয়া বেড়েই চলেছে। তারা রাস্তা ছেড়ে দিক। জনগণের কোনো দুর্ভোগ যেন তারা সৃষ্টি না করে,’ মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলছিলেন তিনি।

সোমবার বিকেলে তিতুমীর কলেজের আন্দোলনকারীরা মহাখালীতে রেললাইন অবরোধের পর সাংবাদিকরা এ বিষয়ে তার কাছে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চেয়েছিলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তারা ক্যাম্পাসে গিয়ে তাদের দাবি-দাওয়া তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে যাক।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটার পেছনে কারা জড়িত সেটা আপনারা জানেন। আপনারা ডিটেইলস জানেন।’
সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর