গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের টেন্ডার বানিজ্যর মহাউৎসব

নিজস্ব প্রতিবেদক: ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবানের টেন্ডার বানিজ্যর মহাউৎসব থামছেই না।
ফ্যাসিবাদ সরকারের সংসদীয় আসনের প্রতিনিধি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার ক্যাশিয়ারখ্যাত আবুল কালাম আজাদ পাহাড় সমান দুর্নীতি ও অনিয়ম করে এখন ঢাকা গণপূর্ত বিভাগ-৩ হতে নগর গণপূর্ত বিভাগে প্রাইজ পোষ্টিং বাগিয়ে নিয়েছিলেন।
গত ২১ অক্টোবর ২০২৪, প্রধান প্রকৌশলীর এক প্রজ্ঞাপনে ঢাকা গণপূর্ত বিভাগ-৩ হতে তাকে নগর গণপূর্ত বিভাগ ঢাকায় পদায়ন করেন মোঃ শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) এর আগে কখনও রুটিন দায়িত্ব থাকা প্রধান প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী বা কোন প্রকৌশলীর পদায়ন প্রজ্ঞাপন জার্রি করতে দেখা যায় নি। নগর গণপূর্ত বিভাগের আওতাধীন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দেখাশুনার দায়িত্ব পাই যদি ফ্যাসিবাদের অন্যতম দোসর শহীদুল্লাহ খন্দকার ক্যাশিয়ারখ্যাত আবুল কালাম আজাদ তাহলে যমুনা কতটা নিরপত্তাহীনতায় আছে ছাত্র সমাজের সকল অর্জন সব শেষ হওয়ার পথে যাবে। মোঃ আবুল কালাম আজাদ যোগদান কর গত কয়েক দিনে এপিপির কাজ এলটিএম পদ্ধতিতে দরপত্র আহবান পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়ার ও টেন্ডার বানিজ্যের মহাউৎসব। গত কয়েক দিনে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করার দরপত্র আইডিগুলি Id.no.1062648 Id.no.1062651 Id.no.1062652 Id.no.1062649 Id.no.1062654 Id.no.1062653 Id.no.1056143 Id.no.1056144 Id.no.1060358 Id.no.1062671 Id.no.1062647 Id.no.1062396 Id.no.1056147 Id.no.1062385 Id.no.1069899 Id.no.1071271 Id.no.1071766 Id.no.1069900 Id.no.1069901 Id.no.1068865 Id.no.1070729 Id.no.1071778 Id.no.1071779 Id.no.1071780 Id.no.1069462 Id.no.1068870 Id.no.1056141 Id.no.1068864 Id.no.1068901 Id.no.1057944 Id.no.1057946 Id.no.1068860 Id.no.1068896 Id.no.1069173 Id.no.1062672 Id.no.1068863 Id.no.1068859 Id.no.1068851 Id.no.1057813 উক্ত দরপত্র আহবান করেছেন গত ১৫ জানুয়ারি ২০২৫, ২৭ জানুয়ারি ২০২৫ ও ০৪ ফেব্রুয়ারি ২০২৫ এভাবেই তিনি ওটিএম দরপত্র আহবান করে রেটের নিয়ে টেন্ডার বানিজ্যের খেলায় মেতেছেন কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ধান্দায় মেতেছেন। ঢাকার গণপূর্ত বিভাগের অন্য কোন সিভিল বিভাগ এখনও পর্যন্ত চোখে পড়ার মত ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেন নি শুধু নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ টেন্ডার বানিজ্য মহাউৎসব থামছেই না তিনি এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেই চলছে।
তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এ থাকাকলীন সময় এ তিনি একই কাজ করে গত ২০২৩-২০২৪ অর্থ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাদ্দের প্রাপ্ত কাজগুলো ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করা হয়েছে এবং কাজগুলো ফ্যাসিবাদ সরকারের লোকজন দেয়া হয়েছে এর মধ্যে আগ পর্যন্ত রতন কমিশনার আবুল কালাম আজাদ এর মামা ছিল। ঢাকা গণপূর্ত বিভাগ-৩ অফিসের সিসি ক্যামেরা ফুটেজ দেখলে প্রমান পাওয়া যাবে। ২০২৩-২০২৪ অর্থ বছরের বিজি প্রেস, গভমেন্ট প্রিন্ট্রি প্রেস, প্রকাশনা অধিদপ্তর, কোয়ার্টার কাজ ২০% বেশি বাস্তবায়ন হয় নি। তেজগাও মাদক নিরাময় কেন্দ্র বহুতল ভবনের কাজ গুনগত মান বজায় রেখে বাস্তবায়ন হচ্ছে না। তেজগাও গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রায়হান মিয়া ডিপ্লোমা সমিতির সভাপতি তিনি সাইটে সঠিক ভাবে ভিজিট এবং দেখাশুনা ঠিকমত করেন না। ২০২৩-২৪ অর্থ বছরে এপিপির কাজ ৫০% কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়েছেন। ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার আবুল কালাম আজাদ এর মাধ্যমে দরপত্র অনুমোদন টাকা ক্যাশিয়ার হিসাবে কালেকশন করতেন। রতন কমিশনার একটি টেন্ডারের কম ধরে কাজ দিয়ে মোটা কমিশন আদায় করে শহীদুল্লাহ খন্দকার ক্যাশিয়ারখ্যাত আবুল কালাম আজাদ। মোঃ আবুল কালাম আজাদ বিষয় নগর গণপূর্ত বিভাগের সাধারণ ঠিকাদার রা বলেন আমরা এলটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করলে দরপত্র অংশ গ্রহণ করে লটারির মাধ্যমে কাজ এখন তো সেই ফ্যাসিবাদ সরকারের মতন সেই ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ তার পছন্দের ঠিকাদারদের কাজ দিবেন আমাদের কাজের রেটও দিবেন না কাজ ও দিবেন না এই স্বাধীন দেশে এর একটা বিহিত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে মোঃ আবুল কালাম আজাদকে ফোন দিলে তিনি ফোন রিসিপ করেন নি।