চাটখিলে তারুণ্যের উৎসব উপলক্ষে বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

সময়: 12:16 pm - February 5, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে নোয়াখালীর চাটখিল উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ২১দিন ব্যাপী বিভিন্ন উৎসবের আয়োজন করেন।

সরকার ঘোষিত জুলাই আগস্ট বিপ্লবের তরুণদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে সারা বাংলাদেশে উৎসব কর্মসূচি ঘোষণা করেন। সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ ঘটিকায় চাটখিল উপজেলা চত্বরে ২দিন ব্যাপি বইমেলা পিটা উৎসবের আয়োজন করেন।

আজ উপজেলা উদ্যোগে এই উৎসবের প্রধান অতিথি হিসেবে বইমেলা উদ্বোধন করেন চাটখিল উপজেলা সহকারি কমিশনার ভূমি জনাব আকিব ওসমান সাথে ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র নেতৃবৃন্দ চাটখিল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ উদ্বোধন শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়াও মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের হাতের তৈরি পিঠা প্রদর্শনী করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর