গাজীপুরে হাসনাত-সারজিসের নেতৃত্বে অবরোধ

সময়: 11:37 am - February 8, 2025 |

মানব কথা: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়কে সংগঠনটির অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে তারা অবস্থান নেন। এর আগে থেকে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।

গতকাল শুক্রবার রাতে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে একদল মানুষ লুটপাট করছে- এমন খবর পেয়ে ছাত্ররা সেখানে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে ১৫ জন আহত হন। তাদের মধ্যে সাতজনের আঘাত গুরুতর, তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুরের ঘটনাকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ফাঁদ বলে সন্দেহ করছেন ছাত্ররা। তারা বলছেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আজ সকালে গাজীপুর শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।

জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা জেলা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন।

Share Now

এই বিভাগের আরও খবর