চানখাঁরপুলে গুলি: সাবেক কনস্টেবল সুজন রিমান্ডে

সময়: 12:26 pm - February 9, 2025 |

মানব কথা: গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর চানখাঁরপুলে গুলি করে নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক কনস্টেবল সুজন হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার সুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এক দিনের রিমান্ডের আবেদন করলে তা মঞ্জুরের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল তাকে আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার) রিমান্ডে নেয়ার আদেশ দেন।

এর পাশাপাশি, আজ উত্তরা, রামপুরা ও গুলশান এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদনের বিষয়ে প্রসিকিউশনের করা পৃথক তিনটি আবেদনও মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল।

আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দায়ে করা মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এবং ১২ জানুয়ারি তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

মামলার সূত্র থেকে জানা যায়, ৫ আগস্ট বেলা ১১টায় চানখাঁরপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সাবেক কনস্টেবল সুজনকে কখনো দাঁড়িয়ে, কখনো বা শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর