শিশু সাফওয়ান হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

সময়: 10:25 am - February 11, 2025 |

মানব কথা: বরিশাল জেলার গৌরনদী থানার হোসনাবাদ গ্রামের ইমরান সিকদারের ছেলে শিশু সাফওয়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানিয়রা।

গত ১৫ জানুয়ারি দুপুরে নিজ বাসাযর সামনে থেকে অপহরণ করা হয় সাফওয়ানকে। পরের দিন ১৬ জানুয়ারি সকালে পাশের বাড়ী মান্নানের ঘরের সামনে নৃশংসনভাবে হত্যা করে ফেলে রেখে যায় দুবৃত্তরা।

১৭ জানুয়ারি গৌরনদী থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় আসামিরা হলেন, রুমান, মোজাম্মেল হক আখি, রাবিনা, লোকমান ও শাহাদাত।

পুলিশ,আসামিদের মধ্যে চারজনকে গ্রেফতার করে যাদের মধ্যে রুমান, মোজাম্মেল হক আখি ও রাবিনা। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোন স্বীকারোক্তি নিতে পারেনি এবং পালাতক লোকমান ও শাহাদাতকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বর্তমান সাফওয়ানের পরিবারকে সন্ত্রাসীরা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে প্রাণনাসের হুমকি প্রদান করে আসছে।
এমতাবস্থায় সাফওয়ানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ভুক্তভোগী পরিবার।

Share Now

এই বিভাগের আরও খবর