চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ হাসপাতালে

সময়: 2:14 pm - February 25, 2025 |

মানব কথা: চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা দুজনই ডবলমুরিং থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মরত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, ডবলমুরিং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় অভিযান পরিচালনা করে মনির ও মেহেদী নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাই করা টাকা ভাগাভাগি করছিল একদল ছিনতাইকারী। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে মনির ও মেহেদী নামে দুজনকে আটক করা হয়। তবে বাকিদের ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায় চার ছিনতাইকারী। ওই স্থানে মোট ছয় জন ছিনতাইকারী ছিল বলে জানিয়েছে পুলিশ।

ওসি জানান, ছিনতাইকারী ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ডবলমুরিং থানা পুলিশের দুই এসআই ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর