বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

মানব কথা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আল-আমীন (৩২) নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে এ ঘটনা ঘটে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আল-আমীন (৩২) নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমীন উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এতে আল আমীন গুরুতর আহন হন। পরে তাকে নিয়ে গিয়ে ভারতের এক হাসপাতালে ভর্তি করে বিএসএস। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে।
বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত হয়েছে। তবে কী কারণে গুলি করেছে, সেটা এখনো বলা যাচ্ছে না। লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।